Privacy Policy

যীশুকে জানার উদ্যোগ এর গোপনীয়তা নীতি।

যীশুকে জানার উদ্যোগ এই ওয়েবসাইট দেখাশোনা করে। আমরা আমাদের সাথে সাক্ষাৎ কারী বা ওয়েবসাইট এর মাধ্যমে যোগাযোগকারী দের এই সাইট থেকে পাওয়া তথ্য সুরক্ষিত ও সংরক্ষিত করতে বদ্ধ পরিকর। এই নীতি এই বিষয় টিকে নির্ধারণ করে যে আমরা আপনাদের থেকে প্রাপ্ত তথ্য কিভাবে পরিচলনা করি। আমরা নিশ্চিত করছি যে আপনার দেওয়া সমস্ত তথ্য আমরা সুরক্ষিত রাখবো এবং তথ্য সুরক্ষা আইন ও নীতির সমস্ত বিষয় মেনে চলবো। আপনি যখন এই সাইট এ ব্যাক্তিগত তথ্য দেন সেটার সাথে কি করা হয় সেই বিষয়ে বুঝতে নিচে লিখিত বিষয় গুলি পড়ুন।

Types of information we may collect from you.

আমরা নিম্ন লিখিত ধরণেরব্যাক্তিগত তথ্যসংগ্রহ করতে, জমা রাখতে এবং ব্যবহার করতে পারি যখন কোনো ব্যাক্তি আমাদের সাথে দেখা করেন অথবা আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন ।তথ্য যা আপনারা আমাদের যোগান দেন, আপনি আমাদের ওয়েবসাইট ফর্ম পূরণ করার সময় নিজের বিষয়ে যে তথ্য প্রদান করেন, যা আপনার যোগাযোগ ফর্ম জমা দেওয়ার অন্তর্ভুক্ত (https://jishukejanun.com)

আমাদের ওয়েবসাইট এ প্রতিবার আপনার যোগাযোগের বিষয়ে আমাদের ওয়েবসাইট স্বয়ং ক্রিয় ভাবে আপনার বিষয়ে যে তথ্য সংগ্রহ করে। আমরা স্বয়ং ক্রিয় ভাবে নিম্ন লিখিত তথ্য সমূহ সংগ্রহ করতে পারি।

  • আপনার ইন্টারনেট প্রোটোকল ঠিকানার সংক্ষিপ্ত ও বেনামি সংঙ্করণ, ব্রাউসার এর ধরণ এবং সংস্করণ, পরিচালনার পদ্ধতি সহ সমস্ত প্রযুক্তি গত তথ্য।
  • আপনার যোগাযোগের তথ্য সমূহ যা আপনার ওয়েবপেজ খোলার অন্তর্ভুক্ত, সেই সাইট এ আপনি কতক্ষন ছিলেন, আপনি কিভাবে সেই ওয়েবসাইট এ গেলেন (তারিখ আর সময় ) সেই ওয়েবপেজ এর প্রতিক্রিয়ার সময় অতিবাহিত সময় সীমা, আপনি কোন বিষয়ে ক্লিক করেছেন, কি ডাউনলোড করেছেন এবং ডাউনলোড এ কি ভ্রান্তি / দোষ এসেছে।

সংগৃহীত তথ্য আমরা যে ভাবে ব্যবহার করতে পারি

 

আমরা নিম্ন লিখিত ভাবে তথ্য গুলো ব্যবহার করবো : যে তথ্য আপনি যোগান দিয়েছেন আমরা সেটা ব্যবহার করবো, আপনি আমাদের থেকে যে তথ্য ও পরিষেবা চাইবেন সেই বিষয়ে জানানোর জন্য। স্বয়ং ক্রিয় ভাবে আপনার বিষয়ে আমরা যে তথ্য সংগ্রহ করি তা আমাদের ওয়েবসাইট পরিচালনার জন্য, সমস্যা দূর করার জন্য, পরিসংখ্যান এর উদ্দেশ্যে ব্যবহার করা হবে। আমাদের ওয়েবসাইট উন্নত করার জন্য, যাতে আপনার কম্পিউটারে বিষয়গুলি সুন্দরভাবে এবং সক্রিয় ভাবে তুলে ধরা যায় তা নিশ্চিত করার জন্য। আমাদের ওয়েবসাইট কে সমস্যা মুক্ত করে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য। এই তথ্য গুলি অজ্ঞাত পরিচয় তথ্য হিসাবে সংগৃহিত হবে, আপনার ব্যাক্তিগত তথ্য বলে পরিচিত হবে না, আমরা মাটমো বিশ্লেষক ( একটা GDPR- সফটওয়্যার )ব্যবহার করবো এই সব তথ্য সংগ্রহের জন্য., Matomo. com এ আপনি খুঁজে দেখতে পারেন আপনার তথ্য কিভাবে ব্যবহার করা হয়।

Disclosure of your information

যে কোনো তথ্য আপনি আমাদের যোগান দেন তা সরাসরি আমাদের কাছে ইমেইল করা হয় অথবা আমেরিকার একটি নিরাপদ সার্ভার এ সুরক্ষিত রাখা হয়, আমরা আমাদের ওয়েবসাইট চালানোর জন্য একটি বিশ্বস্ত তৃতীয় পক্ষ ওয়েবসাইট এর সাহায্য নিয়ে থাকি, ড্রিমহোস্ট আমাদের ওয়েবসাইট পরিচলনা করতে সাহায্য করে, ড্রিমহোস্ট খুব উচ্চ মানের তথ্য সুরক্ষা বজায় রাখে এবং আমাদের পক্ষ থেকে চুক্তির মাধ্যমে তারা তথ্য সর্বরহের সময় গোপনীয়তা বজায় রাখতে বাধ্য। এই ওয়েবসাইট এর মাধ্যমে যে কোনো তথ্য সংগৃহীত হয় ড্রিমহোস্ট সেটা সুরক্ষিত রাখে, কেবলমাত্র আমরা যেভাবে নির্দেশ দিই ঠিক সেই ভাবে পরিচলনা করে। আমাদের অনুমতি ছাড়া ড্রিমহোস্ট কোনো তথ্য আমাদের হয়ে ব্যবহার করতে, যোগান দিতে, সংশোধন করতে, বা মুছে ফেলতে পারে না। আমরা আপনার ব্যাক্তিগত তথ্য ভাড়া দিই না, বিক্রি করিনা, অথবা অন্য কোনো কোম্পানির সাথে শেয়ার করি না। আমরা আপনার তথ্য আঞ্চলিক / দেশীয় কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষিত রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবো। দুর্ভাগ্যবশত, ইন্টারনেট এ এই তথ্য আদান প্রদান আরো সুরক্ষিত করা যেতে পারতো। যদিও আমরা আপনার দেওয়া তথ্য গুলো সুরক্ষিত রাখার সর্বৎকৃষ্ট চেষ্টা করবো, কিন্তু আমরা তথ্য আদান প্রদান এর বিষয়ে গ্যারান্টি দিতে পারিনা। যে কোনো তথ্য প্রদান আপনার নিজের দায়িত্ব। একবার আপনার তথ্য পেয়ে গেলে আমরা সেটা অনধিকার প্রয়োগের থেকে সুরক্ষিত করার জন্য কড়া ব্যবস্থা নেবো।

আমাদের ব্যাক্তিগত নীতির পরিবর্তন

যীশুকে জানার উদ্যোগ ভবিষ্যতে আমাদের কোনো ব্যাক্তিগত নীতির পরিবর্তন বা নতুনিকরণ এর বিষয়ে এই পেজ এ জানাবে, অনুগ্রহ করে এই বিষয়ে অবগত হতে মাঝে মাঝে দেখতে থাকুন।

This website uses cookies to ensure you get the best experience on our website.